সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য, যা বিনিয়োগকারীর তারল্য নিশ্চিত করে।
আবগারি শুল্ক (Excise Duty) থেকে অব্যাহতি
ঝুঁকি মুক্ত বিনিয়োগ
Capital Gain এর সুযোগ
সচরাচর জিজ্ঞাসা
১) ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড কি?
ট্রেজারি বিল (টি-বিল) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত স্বল্পমেয়াদী ঋণপত্র যার মেয়াদ একবছরের নিচে।
ট্রেজারি বন্ড (টি-বন্ড) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী ঋণপত্র যার মেয়াদ ২ বছর থেকে ২০ বছর পর্যন্ত।
২) বাংলাদেশ সরকার কি কারণে ট্রেজারি বিল এবং বন্ড ইস্যু করে?
বাংলাদেশ সরকার ট্রেজারি বিল এবং বন্ড ইস্যু করে বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করে।
৩) ট্রেজারি বিল বা বন্ডে কে কে বিনিয়োগ করতে পারে?
১৮ বছর বা তদুর্ধ্ব ব্যক্তি, প্রতিষ্ঠান,ট্রাস্ট ফান্ড, ব্যাঙ্ক, বীমা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ফান্ড, ইত্যাদি সহ যে কেউ এই বিল বা বন্ডে বিনিয়োগ করতে পারবে।
৪) ট্রেজারি বিল বা বন্ডে বিনিয়োগে কেন কোনো ঝুঁকি নাই?
ট্রেজারি বিল বা বন্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত ঋণপত্র তাই এর বিনিয়োগে ঝুঁকি নাই।
৫) ট্রেজারি বিলের বা বন্ডের মেয়াদ কত?
সাধারণত ট্রেজারি বিলের মেয়াদ: ৯১ দিন, ১৮২ দিন ও ৩৬৪ দিন।
সাধারণত ট্রেজারি বন্ডের মেয়াদ: ২ বছর, ৫ বছর, ১০ বছর, ১৫ বছর ও ২০ বছর।
৬) ট্রেজারি বিলে এবং বন্ডে বিনিয়োগের কি কি সুবিধা আছে?
ট্রেজারি বিলে বিনিয়োগের সুবিধাসমূহ নিম্নরূপ:
স্বল্পমেয়াদী বিনিয়োগ।
Fixed Interest
সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য, যা বিনিয়োগকারীর তারল্য নিশ্চিত করে।
সরকার কর্তৃক ইস্যুকৃত, তাই এটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বিনিয়োগ।
কর রেয়াতের সুবিধা।
আবগারি শুল্ক (Excise Duty) মুক্ত।
উৎস কর (Source Tax) মাত্র ৫%।
ট্রেজারি বন্ডে বিনিয়োগের সুবিধাসমূহ নিম্নরূপ:
সেকেন্ডারি মার্কেটে লেনদেনযোগ্য, যা বিনিয়োগকারীর তারল্য নিশ্চিত করে।
Fixed Interest
সরকার কর্তৃক ইস্যুকৃত, তাই এটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বিনিয়োগ।
প্রতি ৬ মাস পর পর নির্দিষ্ট হারে সুদ প্রদান করায় এটি বিনিয়োগকারীদের জন্য একটি স্থিতিশীল আয়ের উৎস।
কর রেয়াতের সুবিধা।
আবগারি শুল্ক (Excise Duty) মুক্ত।
উৎস কর (Source Tax) মাত্র ৫%।
৭) একজন বিনিযোগকারী সর্বনিন্ম ও সর্বোচ্চ কত টাকা ট্রেজারি বিল বা বন্ডে বিনিয়োগ করতে পারবে?
একজন বিনিয়োগকারী সর্বনিন্ম ১ লক্ষ টাকার ও তার গুণিতক হারে যেকোনো পরিমান টাকা বিনিয়োগ করতে পারবে। বিনিয়োগের কোন সর্বোচ্চ সীমা নেই।
৮) ট্রেজারি বিল বা বন্ড কিভাবে ইস্যু করা হয় ?
সাধারণত প্রতি সপ্তাহের রবিবারে ট্রেজারি বিল এবং মঙ্গলবারে ট্রেজারি বন্ডের অকশন হয়ে থাকে। অকশনগুলো একটি নির্দিষ্ট পরিমাণের সাথে পূর্ব-ঘোষিত অকশন ক্যালেন্ডার অনুযায়ী হয়।
৯) কুপন পেমেন্টের উপর কোন ট্যাক্স কাটা হয়?
হ্যাঁ, কুপন পেমেন্টের উপর ৫% উৎস কর (Source Tax) কাটা হয়। বাকি ট্যাক্স আপনার রিটার্ন দাখিলের সময়, আপনার ট্যাক্স হিসাব অনুযায়ী প্রদান করতে হবে।
১০) ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার নিয়ম কি?
ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার দুটি পদ্ধতি আছে। প্রথমত, প্রতি মাসেই এই বন্ডের প্রাথমিক অকশন হয়। আপনি খুব সহজেই এই অকশনে অংশ নিতে পারবেন। এই পদ্ধতিতে আপনি নতুন বন্ড কিনতে পারেন। দ্বিতীয়ত, সেকেন্ডারী মার্কেটে এ ট্রেজারি বন্ড নিয়মিতই কেনা-বেচা হয়। আপনি এখান থেকেও চাইলে বন্ড কিনতে পারবেন । এই পদ্ধতিতে আপনি ইতিমধ্যে ইস্যু করা বন্ড কিনতে বা বিক্রি করতে পারবেন ।
১১) প্রাথমিক অকশন কি?
প্রাথমিক অকশনে বিভিন্ন বিডার কুপন রেট কোট করে, যার মাধ্যমে একটি নতুন বন্ডের কুপন রেট নির্ধারণ করা হয়ে থাকে।
১২) ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার জন্য প্রত্যেকের কি BPID অ্যাকাউন্ট প্রয়োজন?
আপনি যদি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ করতে চান তবে আপনাকে অবশ্যই একটি BPID অ্যাকাউন্ট খুলতে হবে। অন্যথায় খুব সহজে আপনি BRAC EPL Investments Limited - এর মাধ্যমে BPID ছাড়া ট্রেজারি বিল বা বন্ডে বিনিয়োগ করতে পারেন ।
১৩) নিলামে কে বিড করতে পারে?
প্রাইমারি ডিলার (PDs) নিলামে বিড করতে পারে। অন্যান্য বাণিজ্যিক ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট, ব্যক্তি ইত্যাদিও পিডির (PD) মাধ্যমে নিলামে অংশ নিতে পারে।
১৪) বিডিং কত প্রকার ও কি কি?
বিডিং দুই প্রকার; Competitive Bidding ও Non-Competitive Bidding। Competitive Bidding এ অংশগ্রহণকারীরা বিভিন্ন Yield Rate (মুনাফার হার) কোট করে থাকেন কিন্তু Non-Competitive Bidding এ এই সুযোগ থাকে না। এক্ষেত্রে Competitive Bid যারা করেছেন তাদের অনুপাতিক গড় (weighted average) হারেই Non-competitive বিডাররা বন্ড পেয়ে থাকবেন।
১৫) মেয়াদ শেষ হওয়ার আগে বন্ডটি নগদীকরণ (encashment) করা যাবে কি?
না, আপনি একটি ট্রেজারি বন্ড মেয়াদ পূর্তির আগে নগদীকরণ করতে পারেন না। তবে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে পারেন। বন্ডের বিক্রি আগে লাভ বা ক্ষতি নির্ধারণের জন্য আপনার বন্ডের বর্তমান মূল্য এবং পূর্বে ক্রয় মূল্য বিশ্লেষণ করা প্রয়োজন।
টি-বিল/টি-বন্ড ক্রয় প্রক্রিয়া:
১. আমাদের সাথে একটি Trading Account খুলুন।
২. আমাদের ক্রয় অর্ডার ফর্ম পূরণ করুন।
৩. নিলামের তারিখের দুই দিন আগে কেনার জন্য আমাদের ব্যাঙ্ক একাউন্টএ টাকা স্থানান্তর করুন।